বদরুন্নেছা-মুহাম্মদ কমিউনিটি সার্ভিস ফাউন্ডেশন

আমাদের সম্পর্কে

ফাউন্ডেশনের লক্ষ্য:

(ক) প্রবীণ নারীদের যথাযথ সেবা যত্ন—আত্মী ও মর্যাদাপূর্ণ জীবন যাপনের জন্য কার্যকর সহায়তা প্রদান

(খ) জীবনব্যাপী শিক্ষন ও দক্ষতা বৃদ্ধির ব্যবস্থার মাধ্যমে এলাকায় বসবাসরত সুবিধা বঞ্চিত জনগণের সুখ—শান্তিতে বসবাসের সামাজিক পরিবেশ নিশ্চিত করা।

(গ) এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য ও পুষ্টি চাহিদা এবং তথ্য ও যোগাযোগ সেবার মাধ্যমে দূর্যোগ মোকাবিলার (মনুষ্য ও প্রাকৃতিক) সক্ষমতা বৃদ্ধির জন্য সচেতন ও অংশগ্রহনমুলক কর্মসূচির মাধ্যমে সংবেদনশীল, ন্যায়ভিত্তিক সামাজিক পরিবেশ বজায় রাখা।

ফাউন্ডেশনের উদ্দেশ্য:

(ক) ইহা একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সমাজের দূর্বলতর অংশের চাহিদার প্রতি সংবেদনশীল প্রতিষ্ঠান।

(খ) মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই প্রতিষ্ঠান। দেশের সংবিধান ও আইনের শাসনের প্রতি অবিচল থেকে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার পক্ষে সমর্থন বজায় রাখবে।

(গ) জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা করে ভবিষ্যত প্রজন্মের জণ্য বাসযোগ্য পৃথিবীর জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় শরিক থাকবে।

ফাউন্ডেশনের কার্যক্রম:

(ক) স্বাস্থ্য সুরক্ষা

(খ) নিরাপদ খাদ্য ও পুষ্ঠি চাহিদা পুরণ

(গ) তথ্য ও যোগাযোগ সেবা এবং

(ঘ) জীবনব্যাপী শিক্ষন ও দক্ষতা বৃদ্ধি

এই চারটি কর্ম—দল গঠন ও পরিচালনার জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করবে।

কর্মদলে নিবন্ধনকৃত সদস্যগণের মতামতের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে।

এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।

সৈয়দা মনিরা আক্তার খাতুন

চেয়ারম্যান

বদরুন্নেছা—মুহাম্মদ কমিউনিটি সার্ভিস ফাউন্ডেশন