বদরুন্নেছা-মুহাম্মদ কমিউনিটি সার্ভিস ফাউন্ডেশন

আর্সেনালের কৌশল ‘চতুর কিংবা নোংরা’

কখনও সেট পিসে শট নিতে দেরি, কারও পায়ে ক্র্যাম্প, কেউ আবার চোট পেয়ে শুয়ে পড়ে কাতর। এভাবেই চলছিল খেলা থমকে দেওয়ার পালা। ম্যানচেস্টার সিটির জন্য প্রতিটি মুহূর্ত যখন মহামূল্য, আর্সেনাল তখন বারবার নানা কৌশলে কাটিয়ে দিচ্ছিল সময়। প্রতিপক্ষের এমন কৌশলে বেজায় চটেছেন জন স্টোনস, বের্নার্দো সিলভারা। এমনকি ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলাও বললেন, আর্সেনালের এমন কৌশলের জন্য তারা প্রস্তুত ছিলেন।

আর্সেনালের সেই কৌশল অবশ্য তাদের জন্য কাল হয়ে উঠেছে। ৯০ মিনিট শেষে যোগ করা হয়েছিল সাত মিনিট। তাদের সময়ক্ষেপনের পালায় রেফারি আরও বাড়তি সময় খেলিয়ে যান। তাতেই তাদের সর্বনাশ হয়ে যায়। যোগ করা সময়ের অষ্টম মিনিটে জটলা থেকে সিটির জন স্টোনস গোল করে আর্সেনালের হৃদয় ভেঙে দেন। তুমুল উত্তেজনার ম্যাচটি ড্র হয় ২-২ গোলে।

প্রথমার্ধের শেষ দিকে লেয়ান্দ্রো ত্রোসার দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় গোটা দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়ে খেলে আর্সেনাল। পুরোপুরি রক্ষণাত্মক কৌশল নিয়ে খেলে তারা প্রায় সময় হয়েই যাচ্ছিল। একদম শেষ সময়ে গড়বড় হয়ে যায়।

Share this article

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।